patakuri.com [ অনলাইন ] 08/07/2025 |
 |
|
|
ঢাকা ব্যাংক মৌলভীবাজার শাখায় উৎসবমুখর আয়োজনে ৩০ বছর পূর্তি উদযাপন
|
|
|
ঢাকা ব্যাংক পিএলসি’র গৌরবময় ৩০ বছরপূর্তি উপলক্ষে মৌলভীবাজার শাখার আয়োজনে শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক জমকালো উৎসব। ৭ জুলাই সকাল থেকেই ব্যাংক প্রাঙ্গণ ছিল উৎসবের আমেজে মুখরিত। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সেবাপ্রত্যাশী ও শুভানুধ্যায়ীসহ বিপুল সংখ্যক গ্রাহক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সূচনা হয় সম্মানিত গ্রাহকদের নিয়ে কেক কাটার মাধ্যমে। শাখা প্রধান মূর্শেদ আলম গ্রাহকদের সঙ্গে নিয়ে আনন্দঘন মুহূর্তের সূচনা করেন এবং আগত সবাইকে মিষ্টিমুখ করান। দিনব্যাপী এ আয়োজনে ছিলো নানা আয়োজন ও সেবার বিশেষ পরিমণ্ডল, যা সাজানো হয়েছিল গ্রাহকদের সম্মানে।
৩০ বছর পূর্তিতে মৌলভীবাজার শাখার কর্মকর্তা ও কর্মচারীরা গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ব্যাংকিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি সরাসরি অংশগ্রহণ করেন উৎসব আয়োজনে।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ৫ জুলাই ‘উন্নত গ্রাহকসেবা’ দিতে যাত্রা শুরু করে ঢাকা ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠার পর থেকে আর্থিক খাতে একটি নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি, যা অর্জন করেছে লাখো গ্রাহকের আস্থা ও ভালোবাসা।
মৌলভীবাজার শাখায় আয়োজিত এ উৎসব ছিল মূলত সেই দীর্ঘ পথচলায় গ্রাহকদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক উজ্জ্বল নিদর্শন।
|
|