[ অনলাইন ] 19/07/2025
| |
|
ব্যাংকের বুথ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ নিরাপত্তারক্ষী গ্রেফতার
|
|
|
রংপুরে ১৫ রাউন্ড গুলিসহ তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে বারো বোরের একটি দোনলা ও দুটি একনলা বন্দুক, তিনটি ভুয়া লাইসেন্স ও ১৫ রাউন্ড গুলি রয়েছে। তিনটি বেসরকারি ব্যাংকের সিকিউরিটি গার্ডের কাছ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে তিনটি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুইজনকে।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।
তিনি সময়ের আলোকে জানান, রংপুরের বিভিন্ন ব্যাংক-বীমা প্রতিষ্ঠানে নিরাপত্তা টহল বাড়াতে গিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জাহাজ কোম্পানি মোড়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বেতপট্টিতে ডাচ বাংলা ব্যাংক ও ওয়ালটন মোড় এলাকায় থাকা যমুনা ব্যাংকে অভিযান পরিচালনা করা হয়।
পৃথক এ অভিযানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নিরাপত্তারক্ষী শাহাদাত হোসেন (২৬) ও যমুনা ব্যাংকের নিরাপত্তারক্ষী জহুরুল হককে (২৭) আটক করা হয়। এ সময় ডাচ বাংলা ব্যাংকের নিরাপত্তারক্ষী মোশফেকুর রহমান অস্ত্র রেখে পালিয়ে যান। তাদের কাছ থেকে ১৫ রাউনাড গুলিসহ লাইসেন্সবিহীন অবৈধ তিনটি বন্দুক ও ভুয়া লাইসেন্স উদ্ধার করা হয়। তারা তিনজনই রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা। তাদেরকে এলিট সিকিউরিটি ফোর্স এবং বিগ সিকিউরিটি অ্যান্ড লজিসটিকস সার্ভিস লিমিটেড থেকে ব্যাংকগুলোতে নিরাপত্তা রক্ষায় নিয়োগ করা হয়।
ওসি আতাউর রহমান জানান, তিনজনের মধ্যে একজন পালিয়েছেন। অস্ত্র উদ্ধারের এ ঘটনায় অস্ত্র আইনে এসআই মাহফুজুর রহমান বাদী হয়ে পৃথক মামলা করেছেন। দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক মোশফেকুর রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে। |
|