Hawkerbd.com     SINCE
 
 
 
 
ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ কমেছে সাড়ে ১৬% [ অনলাইন ] 29/03/2024
ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ কমেছে সাড়ে ১৬%
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন

বাংলাদেশের নাগরিকদের একটি বড় অংশ প্রতি মাসে চিকিৎসা নিতে ভারতে যায়। পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ কারণে তাদের ক্রেডিট কার্ড সবচেয়ে বেশি ব্যবহার হয় ভারতে। তবে ২০২৩ সালের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ কমেছে ১৬ দশমিক ৫২ শতাংশ। দেশে ডলার সংকট কিছুটা স্বাভাবিক হয়েছে বলেই ক্রেডিট কার্ডে খরচ কমেছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ক্রেডিট কার্ড ব্যবহারের ওপর তৈরি করা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন বলছে, জানুয়ারিতে ভারতে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৯৬ কোটি ৫০ লাখ টাকা খরচ করেছে। ২০২৩ সালের ডিসেম্বরে এ অঙ্ক ছিল ১১৫ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ মাসের ব্যবধানে খরচ কমেছে ১৯ কোটি ১০ লাখ টাকা বা ১৬ দশমিক ৫২ শতাংশ।

ব্যাংকাররা বলছেন, জানুয়ারিতে দেশে জাতীয় নির্বাচন হয়েছে। নির্বাচন ও পরবর্তী অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশিদের বিদেশ ভ্রমণ কমে গিয়েছিল। এরই প্রভাব পড়েছে বিদেশে ক্রেডিট কার্ড লেনদেনের ক্ষেত্রে। এ ছাড়া দেশে ডলারের সংকট কিছুটা কমেছে। ফলে মানুষ ক্রেডিট কার্ড বাদ দিয়ে আবারও ডলারে লেনদেনে স্বাচ্ছন্দ্য বোধ করছে। অর্থাৎ সংকটের সময় মানুষ বাধ্য হয়েই কার্ডে ডলার নিয়ে যেত। কিন্তু এখন কার্ব মার্কেট বা খোলা বাজারে ডলার পাওয়া যাচ্ছে। তাই এখন নগদ ডলার নিয়েই বিদেশ যাচ্ছে সাধারণ মানুষ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে দেশ-বিদেশে ক্রেডিট কার্ডে খরচ আগের মাসের তুলনায় কমেছে। সবচেয়ে বেশি কমেছে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার। যেমন—ডিসেম্বরে বিদেশে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেন ৫৭৯ কোটি ৩০ লাখ টাকা, যা জানুয়ারিতে কমে দাঁড়ায় ৫৩২ কোটি ১০ লাখ টাকা। অর্থাৎ এক মাসে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচ কমেছে ৪৭ কোটি ২০ লাখ টাকা বা ৮ দশমিক ১৫ শতাংশ।

জানুয়ারিতে বাংলাদেশে বসবাসরত বা ঘুরতে আসা বিদেশিরা ক্রেডিট কার্ডে প্রায় ১৮১ কোটি ৬০ লাখ টাকা খরচ করেছে। এ দেশে বিদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করে ডিপার্টমেন্ট স্টোরে। তারা ১৮১ কোটি ৬০ লাখ টাকার মধ্যে ৫৯ কোটি ৫০ টাকাই খরচ করেছে ডিপার্টমেন্ট স্টোরে। এরপর তারা দ্বিতীয় সর্বোচ্চ অর্থ খরচ করে নগদ টাকা উত্তোলনে। জানুয়ারিতে বিদেশিরা এ দেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে ৪৭ কোটি ৬০ লাখ টাকা নগদ উত্তোলন করেছে। আগের মাসেও প্রায় একই অঙ্ক তারা নগদে তুলেছিল।

বিদেশিদের মধ্যে বাংলাদেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করে যুক্তরাষ্ট্রের নাগরিকরা। পরের অবস্থান যথাক্রমে যুক্তরাজ্য ও ভারতের নাগরিকদের। এ তিন দেশের নাগরিকরা মিলে জানুয়ারিতে প্রায় ৮৮ কোটি ৬০ লাখ টাকা খরচ করেছে, যা ওই মাসে মোট খরচের প্রায় ৪৯ শতাংশ।

বিদেশের পাশাপাশি দেশেও ক্রেডিট কার্ডের ব্যবহার জানুয়ারিতে উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। এ সময় দেশে ক্রেডিট কার্ডে খরচ হয়েছে ২ হাজার ৬৭৮ কোটি ৪০ লাখ টাকা। আগের মাসে খরচ হয়েছিল ২ হাজার ৬৭৪ কোটি ৪০ লাখ টাকা। সেই হিসাবে এক মাসে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ ৪০ কোটি টাকা কমেছে।

ব্যাংকাররা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। তাই মানুষ ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ কমানোর চেষ্টা করছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে জানুয়ারিতে ডেবিট কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৫২ লাখ। ক্রেডিট কার্ড রয়েছে ২৪ লাখ ২৯ হাজার। ইন্টারনেট ব্যাংকিংয়ে মোট গ্রাহক প্রায় ৮৫ লাখ। বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ফোনে আর্থিক সেবায় গ্রাহক প্রায় ২২ কোটি।

News Source
 
 
 
 
Today's Other News
• থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
• একীভূত নয়, নিজেরাই সবল হতে চায় ন্যাশনাল ব্যাংক
• ডলার সংকট ঠেকাতে এবার অফশোর ব্যাংকিংয়ে তোড়জোড়!
• শিবলী রুবাইয়াতকে বিএসইসির চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ
• প্রসঙ্গ ব্যাংক একীভূতকরণ
• ডলারসংকট ঠেকাতে এবার অফশোরে তোড়জোড়
• একীভূত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল ব্যাংক
• একীভূত হতে চায় না ন্যাশনাল ব্যাংক
• দুটি বিদেশি এয়ারলাইন্সের কার্যক্রম শুরু মে মাসে
• শেয়ারবাজারে বড় উত্থান
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved