Hawkerbd.com     SINCE
 
 
 
 
বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ চক্রের ৩ সদস্য আটক [ Online ] 29/03/2024
বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ চক্রের ৩ সদস্য আটক
বিভিন্ন ওষুধ কম্পানির নামিদামি ব্র্যান্ডের মোড়কে ভেজাল ওষুধ বিক্রয় চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে তাঁর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে বুধবার নবাবগঞ্জ ও মানিকগঞ্জে অভিযানে চালিয়ে তাঁদের আটক এবং বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন নবাবগঞ্জ উপজেলার হরিষকুল গ্রামের জীবন সরকারের ছেলে উৎপল সরকার (৪৭) ও শোল্লা গ্রামের মৃত মতিলাল মজুমদারের ছেলে প্রকাশ চন্দ্র মজুমদার (৪৭) এবং মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার দক্ষিণ জামসার মৃত আবুল হাশেম খানের ছেলে মো. নুরুজ্জামান খান।

পুলিশ সুপার জানান, বুধবার দুপুরে নবাবগঞ্জ সদর মুক্তি ক্লিনিকের নিচতলায় অবস্থিত সৈকত ফার্মেসিতে ভেজাল সারজেল ওষুধ বিক্রি করতে যান উৎপল সরকার। এ সময় দোকানদার উৎপলের কাছে ক্যাশ মেমো চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। সেই সঙ্গে দোকানদারকে শর্ত দেন, ওষুধ সাজিয়ে রাখা যাবে না, নিচে রেখে বিক্রি করতে হবে। উৎপলের এমন আচরণে সন্দেহ হলে ফার্মেসিটির মালিক নবাবগঞ্জ থানাকে ঘটনাটি জানান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উৎপলকে ভেজাল ওষুধসহ আটক করে। তাঁর কাছ থেকে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মোড়কে থাকা ১০ বাক্স সারজেল ওষুধ জব্দ করা হয়।

এ ঘটনায় হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আইন বিষয়ক উপব্যবস্থাপক মো. মোজারুল হক তালুকদার বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা হওয়ার পর ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের নির্দেশে দোহার সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলমের তত্ত্বাবধানে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালালের নেতৃত্বে তদন্তে নামে পুলিশ।

অন্যদিকে জিজ্ঞাসাবাদে আটককৃত উৎপল সরকার বেশ কিছু চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি জানান, নবাবগঞ্জের হরি স্কুলে তাঁর একটি ওষুধের দোকান রয়েছে। তিনি প্রকাশ চন্দ্র মজুমদারের কাছ থেকে ভেজাল ওষুধ কিনে নিজের ফার্মেসিতে ও নবাবগঞ্জের বিভিন্ন ফার্মেসিতে এসব ভেজাল ওষুধ বিক্রি করতেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে প্রকাশকে এবং পরে প্রকাশের দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জের সিংগাইরের জামসা বাজারে অভিযান চালিয়ে নুরুজ্জামান খানকে আটক করা হয়। পাশাপাশি নুরুজ্জামানের গোপন ঘর থেকে প্রায় এক লাখ টাকার বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ভেজাল ওষুধ জব্দ করা হয়।

একই সঙ্গে বিভিন্ন ভুয়া ও নিবন্ধনবিহীন কম্পানির ওষুধ উদ্ধার ও জব্দ করা হয়। এ ছাড়া প্রকাশ মজুমদারের বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল ওষুধ উদ্ধার করে পুলিশ।
পুলিশের তথ্য অনুসারে, জিজ্ঞাসাবাদে প্রকাশ জানিয়েছেন, তিনি কুমুদিনী ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নবাবগঞ্জ থানার বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। পাঁচ-ছয় মাস আগে চাকরিচ্যুত হন। এরপর আরেক আসামি নুরুজ্জামান খানের সহযোগিতায় ঢাকার মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন ওষুধের মার্কেট থেকে কম দামে ভেজাল ওষুধ কিনে খান ব্রাদার্স ফার্মেসি ও নিজের কাছে রেখে কৌশলে নবাবগঞ্জের বিভিন্ন ফার্মেসিতে বিক্রি করতেন।

আটককৃত তিনজনের কাছ থেকে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আট হাজার ১০০টি সারজেল ক্যাপসুল, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯০০ কোরালক্যাল ডি ট্যাবলেট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৪৩২টি জিম্যাক্স ট্যাবলেট, অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তিন হাজার ৬৪০টি ফিনিক্স ট্যাবলেট, গ্রিন লাইফ ন্যাচারাল হেলথকেয়ার (আয়ুর্বেদিক) লিমিটেডের ১৩ কৌটা গ্যানোপ্লেক্স পাউডার, বোটানিক ল্যাবরেটরিজ (ইউনানি) লিমিটেডের আট কৌটা আনার দানা ট্যাবলেট, বায়ো সায়েন্স আয়ুর্বেদিক লিমিটেডের ৯ কৌটা আনার ট্যাবলেট, বোটানিক ল্যাবরেটরিজ (ইউনানি) লিমিটেডের সাত কৌটা বি-ট্যাব ট্যাবলেট, ৯ কৌটা হেলফিট ট্যাবলেট, শেড আয়ুর্বেদিক লিমিটেডের ছয় কৌটা রুচি ট্যাব, রাজশাহীর মুসলিম মেডিহেলথ (ইউনানি) লিমিটেডের ২০০ কৃশতা ফওলাদ ট্যাবলেট, ২০০টি মুকাব্বী ট্যাবলেট, পেনাসিয়া ল্যাবরেটরিজ ইন্ডাস্ট্রি (ইউনানি) লিমিটেডের ২০০টি হাব্বে নিশাত ট্যাবলেট, লিমিটেড ল্যাবরেটরিজ লিমিটেডের চার কৌটা গুড হেলথ ট্যাবলেট, নামবিহীন কম্পানির ২৯ পিস স্যাকোজিমা মলম ও প্যারেন্টস ল্যাবরেটরিজ লিমিটেডের ১৯ বোতল জিনসিন পি সিরাপ।

সব মিলিয়ে তাঁদের কাছ থেকে আট হাজার ১০০টি ক্যাপসুল, পাঁচ হাজার ৫৭২টি ট্যাবলেট, ৫৬টি কৌটা ভর্তি ওষুধ, ২৯ পিস মলম ও ১৯ বোতল সিরাপ জব্দ করে পুলিশ। যার সবই ভেজাল। আটককৃত তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ঢাকা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানিয়েছেন।
News Source
 
 
 
 
Today's Other News
• অর্থ আত্মসাতের মামলা : ফের গ্রেফতারি পরোয়ানা রাশেদ বিন আমানের বিরুদ্ধে
• রাশেদ আমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
• জাল সনদে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট!
• এবার মিল্টন সমাদ্দারের আরেক প্রতারণা ফাঁস!
• আমিরাতগামী যাত্রীর কাছে থেকে ২৭ লাখ টাকার বিদেশি মুদ্রা জব্দ
• আইপিএল জুয়ায় নিঃস্ব হচ্ছে যুব সমাজ: পাচার হচ্ছে লক্ষ লক্ষ টাকা
• সোনালী লাইফের বরখাস্তকৃত সিইও আমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
• মতিঝিলে আড়াই কোটির বাড়ি, ব্যাংকে ঋণ করেছেন রাশেদুল
• উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী: হলফনামা বিশ্লেষণ
• জাল সনদ তৈরি হতো পল্টনের ছাপাখানায়
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved