Hawkerbd.com     SINCE
 
 
 
 
নিরাপত্তাকর্মী, দেহরক্ষীর চাকরি দেয়ার নামে বিপুল অর্থ আত্মসাত [ অন্য খবর ] 18/11/2021
নিরাপত্তাকর্মী, দেহরক্ষীর চাকরি দেয়ার নামে বিপুল অর্থ আত্মসাত
প্রতারক নারী গ্রেফতার
অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে সালমা আক্তার মুন্নি (২১) নামে এক নারীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, ডিজিটাল প্লাটফর্মে বিভিন্ন বাসা-বাড়িতে নিরাপত্তাকর্মী বা বডিগার্ডের চাকরি দেয়ার নামে ভুয়া নিয়োগ দিয়ে ভুক্তভোগীদের বিপুল অর্থ হাতিয়ে নিয়েছিল গ্রেফতারকৃত মুন্নি।

র্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মোমেন জানান, আকর্ষণীয় অনলাইন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে একটি চক্র প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাত করে আসছে বলে জানা যায়। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত তাদের এমএলএম কোম্পানির বিভিন্ন প্রজেক্টে মানুষকে নিয়োগের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করে বলে অভিযোগ পাওয়া যায়। এর প্রেক্ষিতে এই প্রতারক চক্রটিকে আইনের আওতায় আনতে র্যাব-১ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার গভীররাতে র্যাব-১ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেতের ২নং নিকুঞ্জ এলাকার ১৩ নম্বর রোডের ১২ নম্বর ভবনের ৫ম তলায় এন সিকিউরিটি সার্ভিস লিঃ নামের একটি অফিসে অভিযান চালিয়ে এমএলএম প্রতারক চক্রের সক্রিয় সদস্য সালমা আক্তার মুন্নিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, ২০টি ভিজিটিং কার্ড এবং ৮ পাতা চাকরি বিজ্ঞাপনের স্ক্রিনশট উদ্ধার করা হয়। পরে সেখান থেকে ১টি সিপিইউ, ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র্যাব-১ এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মুন্নি র্যাবকে জানায়, সে একটি সংঘবদ্ধ এমএলএম প্রতারক চক্রের সক্রিয় সদস্য। প্রতারক চক্রটি ডিজিটাল প্লাটফর্মে তাদের প্রতিষ্ঠানে চাকরি দেয়ার কথা বলে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। বিডি জবস বিডি হলো তাদের ফেসবুক পেজ। এই চক্রটি দীর্ঘদিন যাবত দেশের সাধারণ মানুষের বেকারত্বের সুযোগ নিয়ে তাদের চাকরি দেয়ার নামে ভুয়া নিয়োগপত্র প্রদান করে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছে।

তিনি জানান, গ্রেফতারকৃত মুন্নি এনএইচ সিকিউরিটি সার্ভিস লিঃ অফিস হতে চাকরি প্রার্থীদের মোবাইলে ফোন দিয়ে একটি নির্দিষ্ট তারিখে অফিসে এসে ইন্টারভিউ দেয়ার জন্য বলত। পরবর্তীতে চাকরি প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য অফিসে আসার পর তাদের নিকট হতে ফরম বাবদ ৫০০ টাকা নেয়া হয়। এরপর চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে তাদের চাকরি নিশ্চিত হয়েছে মর্মে জানিয়ে দেয়া হয়।

চাকরি প্রার্থীদের চাকরিতে যোগদানের পূর্বে পদ অনুসারে ৫/৬ হাজার টাকা জামানত বাবদ আদায় করা হতো।
News Source
 
 
 
 
Today's Other News
• কোটি টাকা হাতিয়ে নেওয়া ট্রাভেল এজেন্সির মালিকসহ গ্রেপ্তার ৩
• বিদেশে পাঠানোর প্রলোভনে কোটি টাকা লোপাট
• ঘুষ দিলেই এনআইডি, মিলেছে প্রমাণও
• ভুয়া সনদধারীরা এখন কে কোথায়?
• কোটিপতি প্রার্থীর ছড়াছড়ি আয় বেশি আনন্দের
• ১০ বছরে ময়মনসিংহের হাবিব দম্পতির সম্পদ বেড়েছে অনেক
• দুবাইগামী ফ্লাইটে মিলল ব্যাগভর্তি বিদেশি মুদ্রা
• এমপি হতেই মিলল দেড় কোটির গাড়ি
• দুই হাজার কোটি টাকা পাচার: ভোটের আগের দিন কারাগারে চেয়ারম্যান প্রার্থী
• অর্থ পাচার মামলায় ফরিদপুরের চেয়ারম্যান প্রার্থী কারাগারে
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved