Hawkerbd.com     SINCE
 
 
 
 
পরপর তৃতীয় দিনের মতো কমল সোনার দাম [ অনলাইন ] 26/04/2024
পরপর তৃতীয় দিনের মতো কমল সোনার দাম

পরপর তিন দিন দেশের বাজারে সোনার দাম কমল। সর্বশেষ আজ বৃহস্পতিবার সোনার দাম কমেছে। এ দফায় ভরিতে সর্বোচ্চ ৬৩০ টাকা কমানো হয়েছে। এতে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ১ লাখ ১৩ হাজার ৬০১ টাকা। নতুন দাম আজ বিকেল থেকেই কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ বৃহস্পতিবার বিকেলে সোনার দাম সমন্বয়ের কথা জানায়। এর কারণ হিসেবে স্থানীয় বাজারে খাঁটি সোনার দর হ্রাসের কথা জানিয়েছেন সমিতির নেতারা। সর্বশেষ ২৩, ২৪ ও ২৫ এপ্রিল—টানা এই তিন দিনে সব মিলিয়ে সোনার দাম কমেছে ভরিপ্রতি সর্বোচ্চ ৫ হাজার ৮৬৭ টাকা।

নতুন দাম অনুযায়ী, আজ বিকেল থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ১ লাখ ১৩ হাজার ৬০১ টাকা। একইভাবে ২১ ক্যারেট সোনার দাম ১ লাখ ৮ হাজার ৪০৫ টাকা, ১৮ ক্যারেট ৯২ হাজার ৯১৫ টাকা, আর সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ৭৪ হাজার ৮০১ টাকা। অর্থাৎ এ দফায় ২২ ক্যারেটে ৬৩০ টাকা, ২১ ক্যারেটে ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটে ৫১৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৪০৮ টাকা দাম কমেছে।

এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত সাতবার সোনার দামের পরিবর্তন হয়েছে। ২১ এপ্রিল দাম বাড়ার পর প্রতি ভরি সোনার দাম হয় ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা। এটি ছিল দেশের ইতিহাসে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

সোনার দামে নিয়মিত ওঠানামা প্রসঙ্গে বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রাইসিং অ্যান্ড মনিটরিং–বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, সোনার দাম নির্ধারণের ক্ষেত্রে এত দিন পুরোনো নিয়ম মানা হতো। তবে এখন থেকে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। সে আলোকে স্থানীয় বুলিয়ন মার্কেটের সঙ্গে মিলিয়ে নিয়মিত দাম সমন্বয় করা হচ্ছে। মাসুদুর রহমান জানান, বুলিয়ন মার্কেটে পোদ্দারদের কাছে দৈনিক ২১ ক্যারেট সোনার যে দর থাকে, সেটাকে ভিত্তি ধরে সোনার দাম নির্ধারণ করা হয়।

এদিকে দাম কমানোর আগে আজ দুপুর পর্যন্ত দেশে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ১৯১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট সোনা ১ লাখ ৯ হাজার টাকা, ১৮ ক্যারেট ৯৩ হাজার ৪২৯ টাকা ও সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ৭৫ হাজার ২০৯ টাকায় বিক্রি হয়েছে।

বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তার কারণে সোনার বাজারে সুদিন চলছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়, অর্থাৎ ২০২০ সালের আগস্টের প্রথম সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১ দশমিক ১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৭০ ডলার ছাড়িয়ে যায়। তখন এই দাম ছিল ইতিহাসের সর্বোচ্চ। তার আগে ২০২০ সালের ১৯ মার্চ সোনার আউন্স ছিল ১ হাজার ৪৭৯ ডলার। গত চার বছরে সোনার দাম করোনার আগের অবস্থায় ফেরেনি।

এদিকে গত বছরের অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর সোনার দাম আবার বাড়তে থাকে। ১ ডিসেম্বরে সোনার দাম প্রতি আউন্স ২ হাজার ৭২ ডলারে পৌঁছায়। তারপর কিছুটা কমলেও চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে দাম আবার ঊর্ধ্বমুখী হয়। মূলত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতি সুদহার হ্রাস করবে—বাজারে এমন খবর ছড়িয়ে পড়লে সোনার দাম দ্রুত বাড়তে থাকে। চলতি মাসে ইরান ইসরায়েলে হামলা চালানোর পর সোনার দাম আরও কিছুটা বাড়ে।

News Source
 
 
 
 
Today's Other News
• সংশোধিত বাজেটে কৃষি খাতে ভর্তুকি ৮ হাজার কোটি টাকা বেড়েছে
• লাখ কোটি টাকা বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
• সংকট মোকাবিলায় পর্যাপ্ত রিজার্ভ প্রয়োজন
• উন্নয়নে এবার বিদেশি ঋণ লাখ কোটি টাকা
• অর্থনীতিতে তিন সমস্যা দেখছে সিপিডি
• আগামী বাজেটের চ্যালেঞ্জ
• মূল্যস্ফীতি ও ঋণঝুঁকিই অর্থনীতির বড় সমস্যা
• করমুক্ত আয়ের সীমা বাড়ছে না
• বৈদেশিক সহায়তা এক লাখ কোটি টাকা
• ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved