Hawkerbd.com     SINCE
 
 
 
 
অপহরণ জিম্মি দেশবিদেশে [ পাতা ৪ ] 29/03/2024
অপহরণ জিম্মি দেশবিদেশে
শিশু অপহরণ চক্রে যুক্ত স্বামী স্ত্রী গ্রেফতার
রাজধানীর হাজারীবাগ থেকে আড়াই বছর বয়সী এক শিশু অপহরণের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে। বলা হয়েছে, এরা শিশু অপহরণ চক্রের সঙ্গে যুক্ত। নিঃসন্তান দম্পতির কাছ থেকে চাহিদা মতো অর্ডার নিয়ে এরা মাঠে নামত। পরবর্তীতে চাহিদামতো শিশু পেলে কৌশলে অপহরণ করে বিক্রি করত। ডিবি জানায়, সম্প্রতি হাজারীবাগ থেকে আড়াই বছর বয়সী এক শিশুকে অপহরণ করে কুমিল্লার লালমাই উপজেলায় নিয়ে বিক্রি করে দেয় এ দম্পতি। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়। 

তারা হলেন অপহরণকারী সুলতানা আক্তার ওরফে নেহা, তার স্বামী শিশু বিক্রেতা সাইফুল ইসলাম ও ক্রেতা মো. শাহজাহান। গতকাল রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, হাজারীবাগ থানার নিউমডেল টাউন এলাকার বাসিন্দা নুরুল ইসলাম, পেশায় রিকশাচালক। নুরুল দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করছেন। গত ২১ মার্চ বিকালে বাসার সামনে তার ৬ বছর বয়সী মেয়ে তাবাসসুম ও ছেলে তাহসিন খেলতে যায়। কিছুক্ষণ পর একজন বোরকা পরা নারী বাসার সামনে এসে শিশুদের নানির সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করে। এর কিছু সময় তাদের নানি শিশুদেরকে বাসার সামনে রেখে বাসায় চলে যায়। এ সুযোগে বোরকা পরা নারী শিশুদেরকে ইশারা দিয়ে ডেকে নিয়ে দুজনকে চিপস কিনে দেয়। চিপস নিয়ে তাবাসসুম বাসায় ফিরে গেলেও শিশু তাহসিনকে নিজের কাছে রেখে দেন ওই নারী। একপর্যায়ে ওই নারী তাহসিনকে কোলে নিয়ে ঝাউচর মেইন রোডের দিকে চলে যায়। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে থানায় একটি মামলা করেন। মামলার ছায়া তদন্তে অপহরণ চক্রটিকে শনাক্ত করে ডিবির রমনা বিভাগের সদস্যরা। 

পরবর্তীতে কুমিল্লার লালমাই থানার বড়তোলা এলাকায় অভিযান চালিয়ে শাহজাহানের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তিনি ৫০ হাজার টাকায় শিশুটিকে সাইফুল-নেহা দম্পতির কাছ থেকে কিনেছিলেন। এর আগে এই দম্পতির কাছে তার জন্য একটি ছেলে শিশুর অর্ডার দিয়েছিলেন। ডিবি প্রধান হারুন বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে বিয়ের ঘটকদের মতো নিঃসন্তান দম্পতির কাছ থেকে অর্ডার নিয়ে চাহিদা মতো শিশু চুরি করে বিক্রি করত। অপহরণের কাজটি করতেন সাইফুলের স্ত্রী নেহা। তিনি বোরকা পরে বিভিন্ন এলাকায় শিশুদের টার্গেট করতেন। 


এরপর কৌশলে শিশুদের চকলেট, চিপসসহ নানা প্রলোভন দেখিয়ে কোলে করে নিয়ে সটকে পড়তেন। তিনি আরও বলেন, রাজধানীতে শিশু অপহরণ বেড়েছে। বোরকা পরে পরিচয় গোপন রেখে শিশু চুরি করা হচ্ছে। শিশু অপহরণ বন্ধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
News Source
 
 
 
 
Today's Other News
• সমাজসেবা কর্মকর্তার জন্য গুনে গুনে ঘুষ নেন অফিস সহকারী, ভিডিও ফাঁস
• চাকরির টোপ, সম্পর্ক গড়ে প্রতারণায় দম্পতি
• বন্ধুত্বের পর বাসায় ডেকে বিবস্ত্র করে ব্ল্যাকমেল, গ্রেপ্তার ৭
• প্রতারণা করে অধ্যক্ষের লাখ টাকার দুর্নীতি ফাঁস!
• ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
• রোহিঙ্গা ক্যাম্পে মানব পাচারে বাপ-বেটা সিন্ডিকেট!
• মানব পাচার সিন্ডিকেটে রোহিঙ্গাসহ ৬০ জন
• চট্টগ্রাম বিমানবন্দরে ৯০ হাজার দিরহামসহ যুবক আটক
• পুঁজিবাজার নিয়ে গুজব ছড়ানোর দায়ে গ্রেফতার ৩
• সাব-রেজিস্ট্রার দম্পতির অঢেল সম্পত্তি
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved